November 25, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

মার্কিন সেনেটে, এই ১০ প্রশ্নেই ঘায়েল জুকেরবার্গ 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিষ্ঠার পর থেকে এতো বড় ক্ষতির মুখে আর কখনো পড়েনি। বড় মাপের কেলেঙ্কারির সামনে পড়েছেন ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের সম্মুখে উপস্থিত হয়ে একের পর এক তীক্ষ্ম প্রশ্নের সামনে পড়তে হলো তাকে। ৪৪ জন সিনেটরের প্রশ্নের মুখে নিজস্ব মত তুলে ধরতে গিয়ে বেশ কিছু জায়গায় হোঁচট খান জুকেরবার্গ। তেমনই কিছু প্রশ্ন তুলে ধরা হলো এই প্রতিবেদনে…….

১. রাশিয়া এবং চীন সরকারের কাছে ফেসবুক ডেটা রয়েছে? যেমনটা ক্যামব্রিজ অ্যানালিটিকার ক্ষেত্রে দেখা গেছে।

২. যখন ডেটা বিক্রি করা হচ্ছে তখন ফেসবুক ব্যবহারকারীদের অনুমতি নেওয়া জরুরি নয়?

৩. ফেসবুক ব্যবহারকারীদের ডেটা থেকে অর্থ উপার্জন করছেন (জুকেরবার্গ) অথচ তাদের ডেটার মালিক বলা হচ্ছে, এটা কি করে সম্ভব?

৪. কোন ধরনের তথ্য ফেসবুক সংগ্রহ করছে এবং কাকে বিক্রি করছে?

৫. ফেসবুকের রেকর্ডেই রয়েছে তথ্য ফাঁসের বিষয়টি, আর জুকেরবার্গ ১৪ বছর ধরে ক্ষমা চেয়ে চলেছেন…!

৬. হেট স্পীচ-এর বিষয়ে কি জুকেরবার্গ জবাব দিতে পারবেন?

৭. কোন ধরনের ডেটা সার্ভারে স্টোর করা হয়? টেক্সট হিস্ট্রি, অ্যাক্টিভিটি, ডিভাইস লোকেশন-ও কি স্টোর করা হয়?

৮. ব্যবহারকারীদের আশঙ্কা- তাদের ব্রাউজিং হিস্ট্রিও ট্র্যাক করা হয়েছে।

৯. ব্যবহারকারীদের কেন বলা হচ্ছে না যে কিভাবে তাদের ডেটা ব্যবহার করা হচ্ছে?

১০. জনগণের পলিটিক্যাল ওরিয়েন্টশনের কথা কি জানেন মার্ক জুকেরবার্গ ?

 

Related Posts

Leave a Reply