এখানে জন্মের ৭ দিনের মধ্যেই দৃষ্টিশক্তি হারায় শিশুরা ! পশুরাও এখানে অন্ধ!
কলকাতা টাইমসঃ
মেক্সিকোর একটি গ্রাম টিলটেপেক। প্রায় ৩০০ মানুষের বাস এই গ্রামে,এরা প্রত্যেকেই অন্ধ। গ্রাম থাকা পশুদেরও কোনো দৃষ্টিশক্তি নেই। এখানে জন্মানো শিশুরা সপ্তাহখানেকের মধ্যেই তাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে।
এর কারণ অনুসন্ধান করতে গিয়ে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। ‘ব্ল্যাক ফ্লাই’ নামের এক ধরণের বিষাক্ত মাছিই নাকি এই অন্ধত্বের মূল কারণ। টিলটেপেক গ্রামে এই মাছির অবাধ বিচরণ। এই অঞ্চলটিকে ইতিমধ্যেই সাধারণ মানুষের বসবাসের অযোগ্যহিসেবে ঘোষণা করেছে মেক্সিকো সরকার। গ্রামবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে তারা।