ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের
কলকাতা টাইমসঃ
চেন্নাইয়ে প্রথম একদিনের ম্যাচে মন্থর ওভাররেটের জন্য ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা করা হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের। ওই দিন নির্ধারিত সময়ের মধ্যে তারা মাত্র ৪৬ ওভার বল করতে পেরেছিল। প্রতি ওভার পিছু ২০ শতাংশ হরে মোট ৮০ শতাংশ জরিমানা করা হয় তাদের। আইসিসির ২.২২ নম্বর ধারা মোতাবেক ওয়েস্ট ইন্ডিজ তাদের চারটি ওভার দেরি করায় ক্রিকেটারদের ৮০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হবে।
মাঠে থাকা দুই আম্পায়ার শন জর্জ ও নীতিন মেনন সহ তৃতীয় এবং চতুর্থ আম্পায়ারও মন্থর ওভাররেটের অভিযোগ করেছিলেন পোলার্ডের দলের বিরুদ্ধে। ক্যারিবিয়ান অধিনায়ক অভিযোগ স্বীকার করে নেন। ম্যাচ রেফারি ডেভিড বুন এই শাস্তি ঘোষণা করেন।