ক্যাটরিনার সরতেই এ দুঃখ শেষ শ্রদ্ধার
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ছবির প্রধান পুরুষ চরিত্রের অভিনেতা বরুন ধাওয়ান।বরুনের কথায় শ্রদ্ধা যখন জানতে পারেন, ছবিতে ক্যাটরিনাকে নেওয়ার কথা ভাবা হয়েছে, তখন তিনি খুবই কষ্ট পেয়েছিলেন। কারণ ছবির আগের পর্বে তিনি অভিনয় করেছিলেন। ভক্তরা তার অভিনয় দেখে খুবই প্রশংসা করেছিল।
তবে শেষ পর্যন্ত চরিত্রটিতে অভিনয় করছেন শ্রদ্ধাই। তার কারণ ‘ভারত’ ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর তাই ক্যাটরিনার কাছে ডাক আসে সেই ছবিতে অভিনয়ের। ক্যাটরিনা তখন ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’র সঙ্গে শুটিংয়ের সময় সামলে উঠতে পারেননি। সেই কারণে তিনি সরে দাঁড়ান এই ছবি থেকে।
ফলে ছবিটি আবার আসে সেই শ্রদ্ধা কাপুরের কাছেই। বরুন মনে করেন চরিত্রটা শ্রদ্ধার জন্যই হয়তো অপেক্ষায় ছিল। তাই শেষ পর্যন্ত তার কাছেই গিয়েছে।