September 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ক্যারিবিয়ান ব্যাটিং তান্ডবের পর লড়াই করছে ভারত

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক্যারিবিয়ান ব্যাটিং তান্ডবের পর লড়াই করছে ভারত। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি। ইতিমধ্যেই ৫ উইকেটের বিনিময়ে ২৫০ রান তুলে ফেলেছে বিরাটের ভারত। ৫২ বলে ৬৬ রান তুলতে হবে তাদের।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক বিরাট কোহলি। নিকোলাস পুরান আর কায়রন পোলার্ডের মারমুখী ব্যাটিংয়ে ৫০ ওভারে ক্যারিবিয়ানরা করেছে ৫ উইকেটে ৩১৫ রান। পুরান করেছেন ৬৪ বলে ৮৯ আর পোলার্ড খেলেছেন ৫১ বলে ৭৪ রানের মারকাটারি ইনিংস। অথচ এক সময়ে এই রান তোলাই বেশ কঠিন বলে মনে হচ্ছিল। কিন্তু ক্যারিবীয় ঝড় উঠলে সবই সহজ হয়ে যায়।

শুরুটা সতর্ক ভাবে করেন দুই ক্যারিবিয়ান ওপেনার- এভিন লুইস আর শাই হোপ। ওপেনিং জুটিতে আসে ৫৭ রান। রবীন্দ্র জাদেজার বলে ছক্কা মারতে গিয়ে নবদীপের হাতে ক্যাচ দিয়ে আউট হন লুইস (২১)। দুর্দান্ত ডেলিভারিতে হোপকে (৪২) বোল্ড করেন শামি। হেটমায়ার সাবলীল ভাবে ব্যাট করছিলেন। রানের গতিও বাড়াচ্ছিলেন। নবদীপ সাইনিকে চালাতে গিয়ে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হেটমায়ার (৩৭)। দুর্দান্ত ইয়র্কারে চেজকে (৩৮) বোল্ড করেন নবদীপ। এর পরে ইনিংসের হাল ধরেন পোলার্ড ও পুরান।

Related Posts

Leave a Reply