খাশোগি হত্যাকান্ড: ৫ জনের মৃত্যুদন্ড, ৩ জনের ২৪ বছর কারাদন্ড
কলকাতা টাইমসঃ
সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিলো আদালত। একই সঙ্গে আরও ৩ অভিযুক্তকে ২৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এই হত্যাকাণ্ডের পর আজও খুঁজে পাওয়া যায়নি খাশোগির মৃতদেহ। অনুমান, তার মৃতদেহ টুকরো টুকরো করে দূতাবাস থেকে সরিয়ে ফেলা হয়।
এই হত্যাকাণ্ডের দায়ে ১১ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। জামাল খাশোগি হত্যাকাণ্ডের দায় নেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি রাজপরিবারের সামলোচক এই সাংবাদিক আমেরিকায় স্বেচ্ছানির্বাসনে ছিলেন। গত বছরের ২ অক্টোবর দুপুরে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে প্রবেশের পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।