সীমান্তের ২৫ মাইলের মধ্যে পা রাখলেও পাকিস্তানী কূটনীতিকদের নিতে হবে মার্কিন অনুমতি
নিউজ ডেস্কঃ
এবার থেকে আমেরিকায় প্রবেশ করার জন্য পাকিস্তানি কূটনীতিবিদদের নিতে হবে অনুমোদন৷ শুধু দেশের মধ্যেই নয়, আমেরিকার সীমান্তের ২৫ মাইলের মধ্যে ঢোকার জন্যও পাকিস্তানি কূটনীতিবিদদের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ওয়াশিংটন৷
জানা গেছে, এবার থেকে পাকিস্তানি কূটনীতিবিদদের মার্কিন মুলুকে ঢুকতে গেলে মার্কিন প্রশাসনের থেকে অনুমতি নিতে হবে৷ তাও ৫ দিন আগে দিতে হবে নোটিশ৷ সেটি খতিয়ে দেখা হবে৷ তারপর সরকার সিদ্ধান্ত নেবে সেই ব্যক্তিকে মার্কিনি এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে কিনা৷ ১ মে থেকে এই নিয়ম কার্যকরী হবে৷ সূত্রের খবর, এই মর্মে ওয়াশিংটনের তরফে পাকিস্তান দূতাবাসে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে৷ তবে দুই দেশই এই কথা অস্বীকার করেছে৷ তবে মার্চের মাঝামাঝি ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাস এই নোটিশ পায়৷ এই নিয়ে দুই দেশের মধ্যে আলোচনাও চলছে৷
ইসলামাবাদ ও ওয়াশিটনের মধ্যে সম্পর্ক ইদানিং ভালো যাচ্ছে না৷ গত বছরের আগস্ট থেকে মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প পাকিস্তানকে ব্ল্যাকলিস্টে পাঠিয়ে দিয়েছেন৷ তিনি বলেছেন, পাকিস্তান জঙ্গিদের স্বর্গরাজ্য৷ সন্ত্রাসবাদ ও হিংসার সুরক্ষিত এলাকা৷ এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে৷
গত সপ্তাহে এক মোটরসাইক্লিস্টের মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি আরও খারাপ হয়৷ মিলিটারির কূটনীতিবিদ কোলোনেল জোসেফ এমানুয়েল সম্প্রতি পাকিস্তানি এক নাগরিককে মৃত্যুর অভিযোগে অভিযুক্ত হয়েছেন৷ কিন্তু কূটনীতিবিদ হওয়ার কারণে তার উপর কোনও আচ আসেনি বলে অভিযোগ৷