যদি সাহস থাকে চুল কেটে আসুন তার কাছে!
যদি সাহস থাকে চুল কেটে আসুন তার কাছে! চীনের এই নরসুন্দর অনায়াসে কাজটি করে যাচ্ছেন। এ কাজ যে অসংখ্যবার করেছেন তা বোঝাই যায়। দক্ষ হাত তার। যিনি কাটছেন তিনিও নিশ্চিন্তে বসে রয়েছেন। এই ভারী যন্ত্র একটু এদিক সেদিক হলে কী অবস্থা হবে তা বলার অপেক্ষা রাখে না। মনে রাখতে হবে, এটা দিয়ে লোহা কাটে। ক্রেতাদের জীবন হুমকির মুখে পড়তে পারে। অনেকের কাছে এটা পাগলামী ছাড়া আর কিছুই নয়। তবে খুব দ্রুত কাজ সারা যায়।
শুধু চুলই নয়, তার দাড়িও অনায়াসে যেটা দিয়ে কাটা হল তাকে একটা ছোট চাপাতি বলা যায়। তবে তার অগ্রভাগ সূচালো নয়, প্রশস্ত। আর ওই অংশটুকুই ধারালো। ভিডিওটি দেখতেই হৃদস্পন্দন থেমে যাওয়ার জোগাড় হয়। আর যিনি কাস্টমার, তার মনের অবস্থা চিন্তা করুন! যদিও এই কাস্টমারকে দেখে মোটেও ভীত মনে হলো না। এই নরসুন্দরের গ্রিন্ডার দিয়ে কাছে চুল কাটতে অভ্যস্ত হয়ে উঠেছেন হয়তো।