‘নোংরা’য় প্রথম তিলোত্তমা কলকাতা
কলকাতা টাইমস :
নতুন বছরে ভারতের সবচেয়ে পরিষ্কার ও নোংরা শহরের তালিকা প্রকাশ পেল। যা দেখে বেশ লজ্জাই হওয়া উচিত বাঙালিদের। কেননা এই তালিকায় সবচেয়ে নোংরা শহরের তকমা জুটেছে তিলোত্তমা কলকাতার। পরিষ্কারের মুকুট উঠেছে মধ্যপ্রদেশের ইন্দোরের মাথায়।
ইন্দোরের এই শিরোপা এবার প্রথম নয়। পরিষ্কার-পরিচ্ছন্ন শহরের তালিকায় এ নিয়ে পরপর চারবার শীর্ষস্থান দখল করে নিল ইন্দোর। অন্যদিকে পরিচ্ছন্নতার নিরিখে অন্য শহরগুলোর সঙ্গে পেরে উঠছে না কলকাতা।
দেশের যেসব শহরের জনসংখ্যা ১০ লাখের বেশি, সেগুলোর ওপর চালানো হয় এ সমীক্ষা। সমীক্ষাটি চালানো হয়েছে স্বচ্ছ সর্বেক্ষণ লিগ ২০২০ নামে। সমীক্ষা অনুযায়ী, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাটের রাজকোট শহর। তৃতীয় স্থানে গুজরাটের আরেক শহর সুরাট। আর চতুর্থ মহারাষ্ট্রের নেভি মুম্বাই।
ইন্দোর শীর্ষস্থান বজায় রাখলেও দ্বিতীয় স্থানটি বারবার বদল হয়েছে। ২০১৯ সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দ্বিতীয় স্থানে ছিল মধ্যপ্রদেশেরই ভোপাল শহর।