অস্ট্রেলিয়ায় আগুনের গ্রাসে ৫০ কোটি প্রাণী
কলকাতা টাইমসঃ
ভয়াবহ দাবানলের কবলে পড়ে মৃত্যু হলো ৫০ কোটি প্রাণীর! পুড়ছে অস্ট্রেলিয়া। বিপন্ন অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে হাজার হাজার অস্ট্রেলিয়াবাসীকে। দেশ বিদেশ থেকে বেড়াতে গিয়ে বিপদে পড়েছেন অসংখ্য পর্যটক। এরই মধ্যে এই বিপুর পরিমান প্রাণীর মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। প্রতিদিন নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে।
ইউনিভার্সিটি অব সিডনির পরিবেশবিদরা জানান, দাবানলের গ্রাসে গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ৪৮ কোটি স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ মারা গেছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করেন। আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়েছে হাজার হাজার বিপন্ন প্রজাতির কোয়ালা। ধারণা করা হচ্ছে, নিউ সাউথ ওয়েলসের মধ্য-দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে বসবাসরত প্রায় আট হাজার কোয়ালার মৃত্যু হয় এই দাবানলে। এই অঞ্চলের জনসংখ্যার এক তৃতীয়াংশ হলো কোয়ালা।