ভারতীয় ক্রিকেটারদের অপমান করে শোয়েব মালিকের পোস্ট !
কলকাতা টাইমসঃ
ভারতীয় ক্রিকেটারদের অপমান করে শোয়েব মালিকের পোস্ট। সম্প্রতি বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে টুইটারে একটি ছবি পোস্ট করে পাকিস্তানের প্রাক্তন এই তারকা লেখেন, দোস্ত ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। ছবিতে দেখা যাচ্ছে, ভারতকে হারিয়ে ফিস্ট আপ করে সেলিব্রেশন করছেন শোয়েব। তার সামনে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি।
২০১২ সালের সেই টি-টোয়েন্টি ম্যাচে শোয়েবের ৫৭ রানের অপরাজিত ইনিংস ভারতকে সেদিন হারিয়ে দিয়েছিলো। সেই ছবি দিয়ে ক্রিসমাসের শুভেচ্ছা জানানোয় তার সৌজন্যবোধ নিয়ে আলোচনা শুরু করেছেন নেটিজেনরা। ভারতকে হারানো ও ধোনির হতাশার অভিব্যক্তির সঙ্গে ক্রিসমাসের কোনো প্রাসঙ্গিকতা নেই উল্লেখ করে অনেকেই তার রুচির নিন্দা করেছেন। উল্ল্যেখ্য,ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোয়েব।