হামলার আশংকায় আমেরিকা জুড়ে জারি চূড়ান্ত সতর্কতা
কলকাতা টাইমসঃ
ইরান-মার্কিন সংঘাতের জেরে বর্তমানে উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। সমগ্র বিষয়টির ওপর নজর রাখছে রাশিয়া, চীন সহ বিশ্বের শক্তিধর দেশগুলো। সতর্ক দৃষ্টি রাখছে ভারতও।ইতিমধ্যেই বিশ্বজুড়ে উঠল পাতাল শুরু হয়েছে তেলের বাজারে। শুক্রবার ইরানের সবচেয়ে প্রভাবশালী সেনা অধিনায়ক কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সমগ্র মধ্যপ্রাচ্যেই বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।
উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়েছে আমেরিকাজুড়েও। সেখানে ইতিমধ্যেই জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। বদলার আশংকায় দিন গুনতে শুরু করেছে মার্কিন প্রশাসন। আমেরিকা যদি ইউরোপ মহাদেশের সবচেয়ে শক্তিধর দেশ হয়ে থাকে তাহলে প্রতিদ্বন্দ্বী ইরানও মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিধর দেশ হিসেবে পরিচিত। শেষ কয়েক বছর ধরে তারা অনেকটাই তাদের শক্তি বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে।
ইতিমধ্যেই আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে ইরান। যার ফলে আমেরিকার গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিরাপত্তা আঁটোসাঁটো করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক সেরেছেন নিউ ইয়র্কের মেয়র বিল ড্য ব্লাসিনো। ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের একটা বড় অংশের বাস লস অ্যাঞ্জেলস শহরে। সেখানেও আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে।