শুনেছেন কখন গরু কিনলে পালসার বাইক ফ্রি
কলকাতা টাইমস :
যশোরের মনিরামপুর একটি ষাঁড়ের দাম নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টাকা। আদর করে গরুটির নাম রাখা হয়েছে ‘পালসার বাবু’। গরুটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। পালসার বাবুকে দেখতে প্রতিদিন দূর থেকে মানুষ আসছে খামারির বাড়িতে। বিশালাকৃতির এই গরু খামারির কাঙ্ক্ষিত দামে কেউ কিনলেই উপহারস্বরূপ পাবেন একটি পালসার মোটরসাইকেল।
ক্ষুদ্র খামারি মো. ইয়াহিয়া মোল্লা। প্রতি বছর কোরবানির আগে তিনি ষাঁড় বিক্রি করেন। তিন বছর আগে বাণিজ্যিকভাবে পোষার জন্য হলেস্টিয়ান জাতের একটি ষাঁড় নিজ গ্রাম থেকে ৫০ হাজার টাকা দামে কেনেন। এজন্য সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প থেকে ইয়াহিয়া ও তার স্ত্রী মনোয়ারা বেগম ৩৪ হাজার টাকা ঋণ নেন। বাকিটা নিজের গচ্ছিত অর্থ থেকেই বিনিয়োগ করেন। দুবছর পোষার পর গতবছর কোরবানির আগে ষাঁড়টি বিক্রি করার চেষ্টা করেন তিনি। সেবার দাম হয়েছিল সর্বোচ্চ সাড়ে পাঁচ লাখ টাকা। কিন্তু তিনি আট লাখ টাকা দাবি করায় আর বিক্রি করা হয়ে ওঠেনি। বেশি দাম পাওয়ার আশায় আরো একবছর পোষার সিদ্ধান্ত নেন তিনি। ষাঁড়টির বয়স এখন ৪ বছর। দৈর্ঘ্য ১০ ফুট ও প্রস্থ ৬ ফুট। ওজন প্রায় ২২ মণ। এবছর গরুটির কাঙ্ক্ষিত দাম নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টাকা।