ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে ব্রিটেন: তৈরী ভয়াবহ সাবমেরিন ‘হান্টার কিলার’
কলকাতা টাইমসঃ
ইরানের বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় আপাতত যুদ্ধের আবহ ইরান এবং আমেরিকার আকাশে। হাত গুটিয়ে বসে থাকবেনা অন্যান্য দেশগুলোও। সূত্রের খবর, যুদ্ধ বাধলে আমেরিকার সমর্থনে সরাসরি যুদ্ধে নামবে ব্রিটেন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। টমাহাক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে সজ্জিত রয়েল নেভির সাবমেরিন ইরানের ঘাড়ে আপাতত নিঃশাস ফেলছে।
হান্টার কিলার হলো রয়্যাল নেভির সবচেয়ে উন্নত সাবমেরিন। এগুলি ইরানের জল এবং স্থলসীমায় সীমার মধ্যে আক্রমণ হানতে সমর্থ। মার্কিন বাহিনী ইরান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সামরিকভাবে আমেরিকাকে সাহায্য করবে ইংল্যান্ড। অন্যদিকে, মার্কিন সেনাকে তাদের ভুখন্ড ব্যবহার করতে দেবে না বলে আমেরিকাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান।