সতর্ক ন্যাটো: ইরাক থেকে সরে যাচ্ছে ভিনদেশি সেনা
কলকাতা টাইমসঃ
সোলাইমানিকে হত্যার পর তীব্র আকার নিয়েছে ইরান-মার্কিন সম্পর্ক। আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরাকে দুটি মার্কিন সেনা ঘাঁটিতে আজ ভোরে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরাকে অবস্থানরত ন্যাটো জোট উদ্বিগ্ন বলে আজ জানানো হয়েছে। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ সাময়িকভাবে তাদের প্রশিক্ষণ স্থগিতরাখার কথা জানিয়েছে।
ইরাকে অবস্থানরত ১২০ জার্মান সেনার মধ্যে ৩০ জনকে জর্ডান ও কুয়েতে পাঠানো হচ্ছে এবং অন্যরা কুর্দিস্তান অঞ্চলে অবস্থান করবে বলে ঠিক হয়েছে। ক্রোয়েশিয়া তাদের ১৪ জন সেনাকে ইরাক থেকে ইতিমধ্যেই সরিয়ে নিয়েছে। ইরাকে অবস্থানরত কানাডার সেনাদের সাময়িকভাবে প্রতিবেশী দেশ কুয়েতে সরিয়ে নিচ্ছে তারা। ন্যাটো প্রশিক্ষণ মিশন এবং জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে গঠিত জোটের অংশ হিসেবে প্রায় ২০০ হাঙ্গেরীয় সেনাকে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে সরিয়ে নেয়া হয়েছে।