ভারতের পিয়াজ বিড়ম্বনায় ঝোপ বুঝে কোপ বাংলাদেশের
কলকাতা টাইমসঃ
দেশের মানুষকে সুরাহা দিতে বিপুল পরিমান পিয়াজ আমদানি করে এখন পিপাকে ভারত সরকার। গত নভেম্বর থেকেই ভারতের বাজারে পিয়াজের দাম আকাশ ছুঁয়েছে। একসময় যা প্রতিকেজি দেড়শো টাকা ছড়িয়ে যায়। সেই অবস্থায় প্রথমেই পিয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। ভারতীয় পিয়াজ রফতানির একটি উল্লেখযোগ্য দেশ হলো বাংলাদেশ।
ভারতীয় পিয়াজ সেদেশে না যাওয়ায় ভারত সফরে এসে তার জন্য আক্ষেপ করে যান বাংলাদেশের প্রধানমন্ত্রীও। এদিকে নাগরিকত্ব বিল নিয়ে ভারতীয় রাজনীতিতে টানাপোড়েনের জেরে আমদানিকৃত পেঁয়াজ নিতে অস্বীকার করে বিভিন্ন রাজ্যগুলো। এই পরিস্থিতিতে বিপুল ক্ষতির হাত থেকে বাঁচতে বাংলাদেশের সরণাপন্ন হয়েছে ভারতীয় বাণিজ্য মন্ত্রক।
ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রকিবুল হকের সঙ্গে সম্প্রতি একটি বৈঠক করেন। সেখানে আমদানিকৃত পিয়াজ বাংলাদেশকে কিনে নেওয়ার প্রস্তাব দেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশও এই পরিস্থিতিতে ঝোপ বুঝে কোপ মারার সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি, বিনামূল্যে ভারত যদি তাদের দেশে পিয়াজ পৌঁছে দেয়, তাহলে তারা প্রস্তাব বিবেচনা করতে রাজি আছে।