ইরাক ছাড়তে নারাজ মার্কিন সেনা: তাদের ওপর হামলার হুমকি ইরাকের
কলকাতা টাইমসঃ
গত ৩ জানুয়ারি মার্কিন সেনারা ইরানের লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে। এরপর ৫ জানুয়ারি ইরাকের সংসদ সে দেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য একটি প্রস্তাব পাস করে। এরপর ইরাক থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়নি মার্কিন প্রশাসন। তারই পরিপ্রেক্ষিতে এবার মার্কিন বাহিনীকে সরাসরি হুমকি দিয়ে রাখলেন ইরাকের সশস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান মাহমুদ আর রুবাই।
তিনি বলেন, ‘মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে ইরাকের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস হওয়ার পরও আমেরিকা যদি তাতে সহযোগিতা না করে তাহলে মার্কিন সেনাদের ওপর হামলা হবে। ২০১১ সালের চেয়ে এখন ইরাক অনেক বেশি শক্তিশালী।’