গত বছর ২০ হাজার মানুষ আত্মঘাতী হন জাপানে: এটাই সর্বনিম্ন !
কলকাতা টাইমসঃ
বিশ্বের ছোট্ট একটি দেশ জাপান। এই দেশেই গত এক বছরে আত্মহত্যা করেছেন প্রায় কুড়ি হাজার ( ১৯,৯৫৯ জন ) মানুষ। জাপানের পক্ষে সুখের কথা এটাই যে, গত ৪১ বছরে এটাই সর্বনিম্ন পরিসংখ্যান। আত্মহত্যার প্রবণতার নিরিখে এই দেশ বিশ্বে সবচেয়ে এগিয়ে।
জাপানের সরকারি রিপোর্ট বলছে, শুধুমাত্র ২০১৯ সালে তাদের দেশে আত্মঘাতী মহিলাদের সংখ্যা ৬,০২২ জন। পুরুষের সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ, ১৩,৯৩৭ জন। ২০০৩ সালে এই দেশে আত্বঘাতী হয়েছিলেন ৩৪ হাজার ৪২৭ জন মানুষ।