সার্জিক্যাল গাউনের সংকট আমেরিকায় !
কলকাতা টাইমসঃ
ক্যান্সারে আক্রান্ত রোগী। জরুরি হয়ে পড়েছে আপৎকালীন অস্ত্রোপচার। চিকিৎসকরা সেকথা জানিয়ে দিলেও অপারেশন করতে অপারগ। কারণ? অস্ত্রোপচার করার জন্য প্রয়োজনীয় সার্জিক্যাল গাউন নেই আমেরিকার মতন দেশে। সেদেশের বোস্টন শহরের এক ব্যক্তির থার্ড স্টেজে থাকা প্যানক্রিয়েটিস ক্যান্সার ধরা পড়ে। সেখানকার নিউটন-ওয়েলেসি হাসপাতালে ঘটে এই ঘটনা। তাকে আরও ১৫ দিন অপেক্ষা করতে বলা হয়েছে।
কারণ? মার্কিন সার্জিকাল গাউন সরবরাহকারী কার্ডিনাল হেলথ ত্তদের লেবেল থ্রির সার্জিকাল গাউন সঠিক ভাবে তৈরী হয়নি। সেগুলোর ব্যবহার বন্ধ রাখতে বলে তারা। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছে ওই শহরের মরণাপন্ন রোগীরা।