দূষণের পরিমান জানান দেবে ‘ফেস মাস্ক’
কলকাতা টাইমসঃ
এসে গেলো স্মার্ট মাস্ক। দূষণের হাত থেকে মানুষকে সুরাহা দিতে এবার বাজারে আসতে চলেছে নেক্সট জেনারেশন এয়ার পলিউশন মাস্ক। নেদারল্যান্ডের কোম্পানি এয়ারব্লিস এই মাস্কটি তৈরি করেছে। কোম্পানির দাবি মাস্কটি দূষণমুক্ত জায়গাগুলির একটি ম্যাপও তৈরি করে দেবে।
মাস্কটি ব্যবহারের ফলে বাতাসে থাকা সুক্ষ ধুলিকণাগুলি ফিল্টার হয়ে যাবে। ওয়াটারপ্রুফ এই মাস্কে থাকবে একটি ইউএসবি ডিভাইস যাতে আপনি মাস্কটি চার্জ দিতে পারবেন। সঙ্গে থাকবে এলইডি লাইটস, যা দূষণের মাত্রা কমলে বা বাড়লে আপনাকে নিয়মিত অ্যালার্ট করবে।