‘বার্থ টুরিজম’ ঠেকাতে কঠোর হচ্ছে আমেরিকা
কলকাতা টাইমসঃ
আমেরিকায় জন্মগ্রহণকারী সব শিশুই সেদেশের নাগরিকত্ব পেয়ে থাকে।এই মার্কিন আইনের ঘোর বিরোধী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতি বছর বহু গর্ভবতী মহিলা আমেরিকায়পারি জমান কেবল সন্তানের জন্ম দিতে।
বিদেশী নাগরিকদের এই সুবিধা নেওয়া আটকাতে এবার “বার্থ ট্যুরিজম” আইন আরও করা হচ্ছে। আজ থেকেই লাগু হচ্ছে সেই আইন। এবার কোনো গর্ভবতী মহিলা আমেরিকায় টুরিস্ট ভিসার আবেদন করলে তাকে নির্দিষ্ট করে জানাতে হবে -তার ভ্রমণের নির্দিষ্ট কারণ কি ?