January 20, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

৩ ফুটের হলেও গগনচুম্বী খ্যাতি এই মডেলের 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রচলিত ধারা পরিবর্তন করতে চান ২১ বছর বয়সি ড্রু প্রেস্টা। বামন এই যুবতীর শারীরিক উচ্চতা ৩ ফুট ৪ ইঞ্চি। কিন্তু শারীরিক উচ্চতার এই প্রতিবন্ধকতা তার স্বপ্ন দেখা থামাতে পারেনি।
বামন হলেও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ড্রু।
শরীর ও হাত-পায়ের আকৃতি ক্ষুদ্রাকৃতির করার জন্য পরিচিত রোগ অ্যাকোন্ড্রাপ্লাসিয়ায় খুব অল্প বয়সেই তিনি আক্রান্ত হয়েছিলেন। ড্রু ব্যতীত তার পরিবারের অন্য সদস্যরা স্বাভাবিক উচ্চতার। এমনকি তার শহরেও বামন মানুষের সংখ্যা কম।
আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যের রেনো শহরের বাসিন্দা ড্রু শারীরিক এই সমস্যায় ভেঙে না পড়ে বরঞ্চ এটাকেই তার শক্তি হিসেবে ব্যবহার করেছেন। তিনি নেভাদা থেকে লস অ্যাঞ্জেলেসে চলে আসেন এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রচলিত ধারা ভেঙে মডেলিং শুরু করেন। তার স্বপ্ন অনুসরণ করে তার মতো আরো অনেকেই অনুপ্রাণিত হয়েছেন।
ড্রু বলেন, ‘আমি চাই ফ্যাশন বিশ্ব সবাইকে সমানভাবে গ্রহণ করতে হবে। আমি চাই যে কেউ অন্যের মতো রানওয়েটিতে হাঁটতে পারবে।’

Related Posts

Leave a Reply