November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মারণ ভাইরাসে আক্রান্ত বিশ্বের ১৩টি দেশ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিশ্বের মোট … টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। জানা যাচ্ছে আক্রান্ত ব্যক্তিরা সকলেই সম্প্রতি চীনঘুরে এসেছেন। চলুন দেখে নেওয়া যাক ভাইরাস আক্রান্ত দেশগুলোর অবস্থা।

কানাডা: গতকাল কানাডার রাজধানী টরেন্টোর এক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উহান থেকে ২৩ জানুয়ারি টরোন্টো পৌঁছান এই ব্যক্তি।

ফ্রান্স: ফ্রান্সে ৩ জন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে সেদেশের সাস্থ দফতর। প্রত্যেকেই চীন ভ্রমণ করেছেন বলে জানা গেছে।

জাপান: জাপানে এই ভাইরাস আক্রান্তের সংখ্যা তিন। তিনজনইচীন থেকে সেদেশে আসেন।

অস্ট্রেলিয়া: গতকাল শনিবার অস্ট্রেলিয়ায় প্রথম এই ভাইরাসের অস্তিত্য টের পাওয়া যায়। একজন আক্রান্ত ব্যক্তির খবর পাওয়া গেছে। তিনি সম্প্রতি উহান গিয়েছিলেন। আজ সিডনিতে আরও ৩ জন ভাইরাস আক্রান্তের  খবর পাওয়া গেছে।

মালয়েশিয়া: মালয়েশিয়ায় ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরা সকলেই চীন থেকে সেদেশে আসেন।

নেপাল: নেপালে ৩২ বছর বয়সী এক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যিনি উহান থেকে নেপালে পৌঁছন বলে জানা যাচ্ছে।

সিঙ্গাপুর: সিঙ্গাপুরে অন্তত ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন ৬৬ বছর বয়সী এক বৃদ্ধ ও তার ছেলে। অন্যজন ৫২ বছর বয়সী এক মহিলা। এরা সকলেই উহান গিয়েছিলেন।

দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ায় দু’জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুজনই উহান গিয়েছিলেন বলে খবর।

তাইওয়ান: তাইওয়ানে তিন’জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উহান ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে সেদেশের প্রশাসন।

থাইল্যান্ড: থাইল্যান্ডে পাঁচজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন চীনা নাগরিক যারা উহান থেকে এসেছেন। অপর ব্যক্তিও উহান গিয়েছিলেন ব্যক্তিগত কাজে।

আমেরিকা: মার্কিন মুলুকে এখনো পর্যন্ত দু’জন আক্রান্ত হয়েছেন এই মরণ ভাইরাসে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।

ভিয়েতনাম: ভিয়েতনামেএকই পরিবারের দুজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তি সম্প্রতি উহান থেকে ফিরেছেন বলে জানা যাচ্ছে।

ম্যাকাও: ম্যাকাওয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে দু’জন ব্যক্তি। সংখ্যাটা বাড়ার আশঙ্কা রয়েছে।

Related Posts

Leave a Reply