ফ্রান্স চায় দীর্ঘ সময়ের জন্য সিরিয়ায় থাকুক মার্কিন সেনা
নিউজ ডেস্কঃ
সিরিয়া ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল। আর এরই মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার না করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছেন তিনি।
ফরাসি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রো জানান, তিনি ট্রাম্পকে সিরিয়ায় সীমিত আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে বলেন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্টকে তিনি দীর্ঘ সময়ের জন্য সেখানে সেনা রাখার কথা বলেছেন। এদিকে ম্যাক্রোর এমন মন্তব্যের পর হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেছেন, যুক্তরাষ্ট্রের মিশন পরিবর্তন হয়নি – প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন যে, তিনি চান সিরিয়া থেকে যত দ্রুত সম্ভব মার্কিন সেনা ফেরত আনতে। তবে যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইসলামিক স্টেটকে সম্পূর্ণভাবে চূর্ণ করে দিতে বদ্ধপরিকর।’
প্রসঙ্গত, এই মাসের শুরুর দিকে ট্রাম্প ঘোষণা করেন যে, আমেরিকা অতি শিগগিরই সিরিয়া থেকে বেরিয়ে আসছে। তবে শনিবার ব্রিটেন ও ফ্রান্সকে নিয়ে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র।