অসমো লড়াইয়ের ফলে অবসাদে চীনের চিকিৎসক এবং নার্সরা
কলকাতা টাইমসঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে চীন। সামনের সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়ছেন সেখানকার চিকিৎসক এবং নার্সরা। এখনো পর্যন্ত চীনে এই ভাইরাসে ২৪ হাজার ৩২৪ জন আক্রান্ত হয়েছেন বলে খবর। সেখানকার বেশিরভাগ সাস্থ কর্মীই ভয়ানক ক্লান্ত। অনিদ্রা আর টানা পরিশ্রমের কারণে অনেককেই চেয়ারে বসে অঝোরে কাঁদতে দেখা গেছে।
ডাক্তার এবং নার্সরা সংক্রমণ ঠেকাতে সর্বক্ষণ ফেস মাস্ক, চশমা আর সুরক্ষিত পোশাকে নিজেদের মুড়ে রাখছেন। দীর্ঘ সময় মাস্ক পরে থাকার কারণে ফোসকা পড়েছে মুখে। অনেকে চোখ খুলে তাকাতেও পারছেন না ঠিকমতো। প্রসঙ্গত চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকেই এই প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি, যা এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে।