ইরানে মার্কিন হামলা !
কলকাতা টাইমসঃ
ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটলো ইরানে। ধারণা করা হচ্ছে মার্কিন হ্যাকাররাই এই হামলার কারিগর। যদিও এই বিষয়ে এখনো উপযুক্ত প্রমান মেলেনি বলে সূত্রের খবর। তবে এই হামলা ইরানের ইতিহাসে সবচেয়ে বড় হামলা বলে মেনে নিচ্ছে সেদেশের প্রশাসন।
এই সাইবার হামলা সবচেয়ে ভয়াবহ বলে দাবি করেছেন ইরানের টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী হামিদ ফাত্তাহি। একই সঙ্গে তার দাবি, সাফল্যের সঙ্গে হামলা রুখে দিয়ে ইরানের বিজ্ঞানীরা নতুন পথ খুলে দিয়েছেন। এই হামলা সফল হলে ইরানের ইন্টারনেট নেটওয়ার্কে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারত। কিন্তু সাফল্যের সঙ্গে হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন ফাত্তাহি।