করোনা আতংকে কোনো দেশে ঠাঁই মিলছে না এই প্রমোদতরীর
কলকাতা টাইমসঃ
করোনা আতঙ্কের জেরে গত দু’সপ্তাহ ধরে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে হল্যান্ড আমেরিকা লাইনের ‘ওয়েস্টারডাম’ নামের একটি প্রমোদতরী। জানা যাচ্ছে ওই প্রমোদতরীতে প্রায় তিন হাজার সাতশ মানুষ রয়েছেন। অভিযোগ জাহাজটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন। যাদের সংখ্যাটা ক্রমেই বেড়ে চলেছে।
গত ১ ফেব্রুয়ারি হংকং থেকে ওয়েস্টারডাম পৌঁছয় জাহাজটি। এরপর মঙ্গলবার জাহাজটি থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে নোঙর করার অনুরোধ জানালে ব্যাংকক তা নাকচ করে দেয়। এর আগে জাপান, ফিলিপাইন এবং গুয়াম তাদের বন্দরে জাহাজটিকে প্রবেশ করতে বাধা দেয়। হল্যান্ড আমেরিকা লাইন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, যে কোনো বন্দরে নোঙর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।