হাজার হাজার করোনা আক্রান্তের লাশ জ্বালিয়ে দিয়েছে চীন !
কলকাতা টাইমসঃ
সম্প্রতি চীনের উহান প্রদেশের একটি স্যাটেলাইট চিত্র চমকে দিয়েছে বিশ্বকে। যে চিত্রকে সামনে রেখে বলা হচ্ছে চীন করোনা আক্রান্ত অন্তত ১০ হাজার ব্যক্তির মৃতদেহ ইতিমধ্যেই জ্বালিয়ে দিয়েছে। দেখা গেছে ওই অঞ্চলের বাতাসে সালফার ডাই অক্সাইডের মাত্রা প্রতি ঘন মিটারে ১৩৫০ ইউনিট। অথচ প্রতি ঘনমিটারে ৮০ র বেশি সালফার ডাই অক্সাইড থাকলেই তা যথেষ্ট ক্ষতিকর বলে মানা হয়৷ ধারণা করা হচ্ছে চীন গোপনে গণ সৎকারের ব্যবস্থা করায় বাতাসে এই ধরণের বিষক্রিয়া দেখা দিয়েছে।
এই গণ সৎকারের তত্ত্ব আরও জোরালো হচ্ছে কারণ উহান ছাড়া আরও একটি জায়গার বাতাসের সালফার ডাই অক্সাইডের মাত্রা অত্যন্ত বেশি দেখা গিয়েছে। সেটা হলো চোংকিয়াং। উহানের পর দক্ষিণ চীনের এই প্রদেশ সবচেয়ে বেশি করোনা আক্রান্ত৷ এখানে প্রতি ঘনমিটারে বাতাসে সালফার ডাই অক্সাইডের পরিমাণ ছিল ৮০০৷ করোনা ভাইরাসে এখনও পর্যন্ত সরকারীভাবে ১১১২ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে চীনা প্রশাসন৷ আক্রান্তের সংখ্যা ৪২ হাজার৷