ভারতীয় ছবি থেকে টুকে অস্কার জিতেছে ‘প্যারাসাইট’ !
কলকাতা টাইমসঃ
ভারতীয় ছবি থেকে টুকে অস্কারের সেরা ছবির পুরস্কার! এশিয়ার প্রথম ছবি হিসেবে অস্কার জিতে নিয়েছে দক্ষিণ কোরিয়ান ছবি প্যারাসাইট।ছবিটি সেরা ছবি সহ মোট চারটি ক্যাটাগরিতে অস্কার জিতে নেয়। দক্ষিণী প্রযোজক পি এল থেনাপ্পন দাবি করেছেন ‘প্যারাসাইট’ তাদের তামিল ছবি ‘মিনসারা কান্না’র অনুকরণে তৈরী। তামিল সেই ছবিতে অভিনয় করেছিলেন বিজয় ও খুশবু।
দক্ষিণ কোরিয়ার এক গরিব পরিবারের জাতি সমস্যার কথা উঠে এসেছে এই ছবিতে। সেই ছবিই পরিচালক জুন হো এঁকেছেন তার ‘প্যারাসাইট’ ছবিতে। তামিল ছবির প্রযোজক দক্ষিণ কোরিয়ার ওই ছবি নির্মাতাদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানাচ্ছেন। থেনাপ্পনের বক্তব্য, ‘আমার ছবি থেকে প্লট চুরি করেছে ওরা।তাই মামলা করাটাই একমাত্র রাস্তা।’