চশমার ফ্রেম আর কফি !
কলকাতা টাইমসঃ
প্রথমে চেষ্টা করা হয়েছিল দারচিনি দিয়ে চশমার ফ্রেম তৈরী করার। অভিনব এই চেষ্টায় চূড়ান্ত ব্যর্থ হয় ম্যাক্সিম নামে এক কোম্পানি। এরপরই তাদের মাথায় আসে কফির কথা। এরপরই কফি দিয়ে চশমার ফ্রেম তৈরি করেছেন ইউক্রেনের ব্যবসায়ী ম্যাক্সিম হ্যাভ্রিলেঙ্কো।
কফির গুঁড়া দিয়ে তিনি তৈরি করে ফেলেন চশমার ফ্রেম। কফির গুঁড়োর সঙ্গে ফ্ল্যাক্স এবং কিছু ভেষজ তেলের সঙ্গে মিশিয়ে মন্ড তৈরি করে ছাঁচে ফেলে তৈরী হয় চশমার ফ্রেম। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে প্লাস্টিকের থেকে অনেক বেশি হাইজেনিক রূপে তৈরী হচ্ছে এই ফ্রেম।আগামী বছর এক লক্ষ চশমার ফ্রেম তৈরির লক্ষ্যমাত্রা ধার্য করেছে কোম্পানিটি।