November 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিশ্বকে তাক লাগাতে পারে ভারত-পাকের এই ভাণ্ডার 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস 

স্ত্র ভাণ্ডারে কে এগিয়ে,  ভারত নাকি পাকিস্তান? পুলওয়ামা কাণ্ডের জেরে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুটছে গোটা ভারত। এক নজরে দেখুন, অস্ত্রসজ্জায় কোন দেশ এগিয়ে রয়েছে।

যুদ্ধ বিমান — ভারতের কাছে রয়েছে ২,১৮৫টি। পাকিস্তানের কাছে রয়েছে ১,২৮১টি।

ফাইটার যুদ্ধবিমান— ভারতের রয়েছে ৫৯০টি। পাকিস্তানের রয়েছে ৩২০টি।

অ্যাটাক যুদ্ধবিমান— ভারতের রয়েছে ৮০৪টি। পাকিস্তানের ৪১০টি।

বহনকারী বিমান (ট্রান্সপোর্ট)— ভারতের রয়েছে ৭০৮টি। পাকিস্তানের ২৯৬টি।

হেলিকপ্টার— ভারতের ৭২০টি। পাকিস্তানের ৩২৮টি।

অ্যাটাক হেলিকপ্টার—ভারতের ১৫টি। পাকিস্তানের ৪৯টি।

ট্যাঙ্ক— ভারতের ৪,৪২৬টি। পাকিস্তানের ২,১৮২টি।

যুদ্ধ সরঞ্জামপূর্ণ গাড়ি—ভারতের ৩,১৪৭টি। পাকিস্তানের ২,৬০৪টি।

সেলফ প্রপেলড আর্টিলেরি— ভারতের ১৯০টি। পাকিস্তানের ৩০৭টি।

কামান— ভারতের ৪,১৫৮। পাকিস্তানের— ১,২৪০টি।

যুদ্ধ জাহাজ— ভারতের ২৯৫টি, পাকিস্তানের ১৯৭টি।

যুদ্ধ বিমান বহনকারী জাহাজ— ভারতের একটি। পাকিস্তানের নেই।

সাবমেরিন— ভারতের ১৬টি। পাকিস্তানের ৫টি।

বিশেষ ক্ষমতা সম্পন্ন রণতরী— ভারতের ১৪। পাকিস্তানের ১০টি।

ড্রেস্টয়ার্স রণতরী— ভারতের ১১টি। পাকিস্তানের হাতে একটিও নেই।

Related Posts

Leave a Reply