প্রধানমন্ত্রী বাছতে আজ ৯০ জন সাংসদের পরীক্ষা নিচ্ছেন মালয়েশিয়ার সুলতান
কলকাতা টাইমসঃ
দেশের প্রধানমন্ত্রী কে হবেন তা ঠিক করে দিতে আজ ৯০ জন সাংসদের পরীক্ষা নিচ্ছেন মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ রি’আয়াতুদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ। প্রধানমন্ত্রী পদের উপযুক্ত ব্যক্তিটি কে তা বুঝে নিতে সমস্ত সংসদ সদস্যের সাক্ষাৎকার নেবেন তিনি।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে শুরু হয়েছে সেই সাক্ষাৎকার পর্ব। যথারীতি রাজভবনে উপস্থিত হয়েছেন মালয়েশিয়ার ৯০ জন সাংসদ। প্রসঙ্গত, আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী পদের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই পদত্যাগ করেন। গতকাল সোমবার তিনি রাজার কাছে তার পদত্যাগ পত্র জমা দেন।