স্বপ্নের মতন একটি গ্রামের নাম গিয়েথুর্ন
কলকাতা টাইমসঃ
স্বপ্নের মতন একটি গ্রামের নাম গিয়েথুর্ন। হল্যান্ডের ছোট্ট এই গ্রামটি পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই গ্রামের অন্যতম আকর্ষণ এখানকার যাতায়াতের রাস্তা। এমনটা বিশ্বের অন্য কোনও গ্রামে নেই। আসলে এই গ্রামে যাতায়াতের জন্য কোনও সড়কপথ নেই। জলপথই এখানকার একমাত্র রাস্তা।
এই গ্রামকে নেদারল্যান্ড-এর ভেনিসও বলা হয়। ১২৩০ সালে এই ম্যাজিকাল গ্রামের প্রতিষ্ঠা হয়। গ্রামটি পর্যটকদের নজরে আসে ১৯৫৮ সালে। সেই সময় হল্যান্ডের এক চিত্র পরিচালক বার্ট হান্সট্রা তার কমেডি ছবি ‘ফ্যানফেয়ার’-এর শুটিং করেন এই গ্রামে। এর পর থেকেই নেদারল্যান্ডের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে এই সবুজে ঘেরা গ্রাম।