করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে পর্যটন শিল্পে ব্যাপক ধ্বস
কলকাতা টাইমসঃ
করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে পর্যটন শিল্পে ব্যাপক ধ্বস। ভাইরাস আতংকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলি এখন পর্যটকশূন্য। জাপানের চেরি ফুলের অপরূপ সমারোহ দেখতে এখন আর ভ্রমণ পিপাসুদের ভিড় নেই। বন্ধ করে দেওয়া হয়েছে হংকং ও সাংহাইয়ের ডিজনি পার্ক সহ বহু আকর্ষণীয় জায়গা। লন্ডনের বই মেলা, ভেনিসের স্থাপত্য সম্মেলন বাতিল হয়ে গেছে।
ভারতেও তাজমহল সহ জনপ্রিয় পর্যটন স্থানগুলি বন্ধ করার সুপারিশ করা হয়েছে। জাপানের কিয়োটো শহর থেকে শুরু করে ইতালির ভেনিসে এখন স্মশানের নীরবতা। যে কোনো দেশের অর্থনীতিতে একটা বড়ো ভূমিকা রাখে পর্যটন শিল্প। এছাড়াও দেশের অর্থাগারে বিদেশী মুদ্রার আগমন ঘটে এই পর্যটনের হাত ধরেই। ঠিক সেই জায়গাতেই বড়ো ধরণের ধাক্কা খেয়েছে গোটা বিশ্ব।