করোনা ভাইরাসের হাত থেকে নিজেকে রক্ষা করতে আসরে নামলো ফেসবুক
কলকাতা টাইমসঃ
করোনা ভাইরাস সম্পর্কিত নানান ভুল বিজ্ঞাপনে ছেয়ে গেছে ফেসবুক। এবার কার্যত সেই ভাইরাসের হাত থেকে নিজেকে রক্ষা করতে আসরে নামলো ফেসবুক। এই মারণ ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে বলে কিছু ওষুধের বিজ্ঞাপনে ছেয়ে গিয়েছিলো ফেসবুক। ইতিমধ্যেই সেই সব বিজ্ঞাপন নিজেদের প্লাটফর্মে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্বের বৃহত্তম এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
এবার তাদের কাছে নতুন উপদ্রব হিসেবে হাজির হয়েছে ফেস মাস্কের বিজ্ঞাপন। তাদের মাস্ক পড়লেই করোনা ভাইরাস ধারেকাছে ঘেঁষবে না -এই ধরণের ভিত্তিহীন বিজ্ঞাপন আজ নিষিদ্ধ করলো ফেসবুক। আজ শনিবার এমনটাই জানিয়েছে ফেসবুক কতৃপক্ষ। তাদের দাবি, ফেসবুকের আইটি সেল পরিস্থিতির ওপর সর্বদা নজর রাখছে।