আবারও সাংবাদিকদের দেওয়া নৈশভোজ বয়কটের সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের
নিউজ ডেস্কঃ
হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ বয়কট করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৮ এপ্রিল ওয়াশিংটনে এই ভোজ অনুষ্ঠিত হবে। ওই দিন ট্রাম্প মিশিগানে রাজনৈতিক সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছে তার মুখপাত্র।
২০১৬ সালে নির্বাচনে জেতার পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের নৈশভোজ বর্জন করলেন ট্রাম্প। উল্লেখ্য, ২০১৭ সালে ফেব্রুয়ারিতে সরাসরি সংবাদমাধ্যমের বিরুদ্ধে অসততার অভিযোগ তুলেছিলেন। ওই সময় গণমাধ্যমের কড়া সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলসের বেশিরভাগ গণমাধ্যম সাধারণ মানুষের কথা বলে না। তারা সুবিধাভোগীদের পক্ষে কথা বলে।’
সংবাদমাধ্যমের অসততা ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছিলেন, ‘ টেলিভিশনদেখলে, সংবাদপত্র পড়লে মনে হবে সবকিছুতে বিশৃঙ্খলা চলছে।’