আলো জলে জানান দেবে খাবার সুস্বাদু কি না
রেস্তরাঁয় গিয়ে নতুন খাবার চেখে দেখতে চান। কিন্তু বুঝতে পারছেন না, গাঁটের কড়ি খসিয়ে কেনা নতুন খাবারটা সুস্বাদু হবে কি না। এই দ্বিধায় ভোগেন অনেক খাদ্যরসিকই। তাঁদের জন্য সুখবর। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা নিমা এবার বাজারে এমন এক গ্যাজেট নিয়ে এল, যা আপনাকে বলে দেবে নতুন খাবার কতটা সুস্বাদু। পাশাপাশি, ওই খাবারে অ্যালার্জি হওয়ার মতো কোনও উপাদান রয়েছে কি না, সেটাও জানা যাবে এই যন্ত্রের মাধ্যমে। আয়তনে যন্ত্রটি এতটাই ছোট, যে সহজেই সেটিকে পার্সের মধ্যে ঢুকিয়ে নেওয়া যাবে।
কীভাবে কাজ করবে এই যন্ত্র? রেস্তোরাঁয় গিয়ে যেকোনো খাবারের নমুনা রাখতে হবে যন্ত্রে লাগানো ক্যাপসুলের মধ্যে। সেখানে রয়েছে তিনটি স্মাইলি। ভাল, মাঝারি আর খারাপ স্বাদের ভিত্তিতে আলাদা আলাদা স্মাইলিতে আলো জ্বলে উঠবে। একবার ব্যবহারের পরে একটি ক্যাপসুল আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। একেকটি ক্যাপসুলের দাম ৩.৯৯ মার্কিন ডলার (২৬৫ টাকা) এবং যন্ত্রটির দাম পড়বে ২৪৯ মার্কিন ডলার (প্রায় সাড়ে ১৬ হাজার টাকা)।