চড়া দামে বিক্রি করতে স্যানিটাইজার স্টক করে, ধরা পরে বিলিয়ে দিতে বাধ্য হলেন দুই ভাই
কলকাতা টাইমসঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে দিনদু’য়েক আগেই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই সেদেশে এই ভাইরাসের আক্রমণে মৃত্যু হয়েছে ৬৯ জনের। আক্রান্ত ৩,৭৭৩ জন। এই সুযোগে বিশ্বজুড়ে সক্রিয় হয়ে উঠেছে বেশকিছু অসাধু ব্যবসায়ী।
জানা যাচ্ছে, ১৮ হাজার হ্যান্ড স্যানিটাইজার স্টক করে রাখেন নোয়া কলভিন ও ম্যাট কলভিন নামে দুই মার্কিন সহোদর। বেশি দামে স্যানিটাইজারগুলো বিক্রি করতে চেয়েছিলেন ওই দুই ভাই। এরই মধ্যে ৩০০ টি হ্যান্ড স্যানিটাইজার তারা বিক্রি করেছে অনলাইনে। ৮ থেকে ৭০ ডলার পর্যন্ত দাম নিয়েছে ওই স্যানিটাইজারের। শেষপর্যন্ত ধরা পরে বিনামূল্যে সেগুলো দান করে দিতে বাধ্য হন তারা।