রাহুল গান্ধীর সাহায্যেই নির্ভয়ার ভাই এখন পাইলট
কলকাতা টাইমসঃ
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীগত ৭ বছর ধরে একটানা সাহায্য করে গেছেন নির্ভয়ার পরিবারকে। নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিং জানান, মেয়ের মৃত্যুর পরে অনেকেই তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু রাহুল একা তাদের সাহায্য করে গিয়েছেন। রাহুল গান্ধী আমাদের কাছে দেবদূত।
নির্ভয়ার বাবার কথায়, রাহুল গান্ধীর সাহায্যেই তার ছেলে এখন ইন্ডিগো এয়ারলাইন্সের একজন পাইলট। তিনি এও জানান, “রাহুলের কাছে আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তিনি আমাদের বরাবরই বলতেন, আমাদের সাহায্য করার পিছনে তার কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। মানবিক কারণেই তিনি আমাদের সাহায্য করছেন।”