করোনার কারণে কর্মহীন হয়ে পড়া কর্মীদের ১০০ মিলিয়ন ডলার সাহায্য নেটফ্লিক্সের
কলকাতা টাইমসঃ
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া বিনোদন জগতের কর্মীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলো নেটফ্লিক্স। এই সময় কাজ হারানো আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের সাহায্যে ১০০ মিলিয়ন ডলার সাহায্যের আশ্বাস দিয়েছে এই ডিজিটাল বিনোদন জগতের টাইফুন। গতকাল শুক্রবার নেটফ্লিক্সের এক কর্তা টেড সারানডোস একথা জানান।
নেটফ্লিক্সের এই অর্থ ব্যয় করা হবে প্রোডাকশন কর্মীদের জন্য। যাদের অনেকেই পারিশ্রমিক পেতেন ঘণ্টার হিসেবে। এছাড়াও প্রায় ১৫ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে ওই সমস্ত কর্মীদের জরুরি ত্রাণ তহবিলের জন্য।