মাথায় ফেজ টুপি, আর মুখে ‘রাম নাম সত্য হ্যায়’ ধ্বনি
কলকাতা টাইমসঃ
মাথায় ফেজ টুপি, আর মুখে ‘রাম নাম সত্য হ্যায়’ ধ্বনি। এক হিন্দু বৃদ্ধের মৃতদেহ কাঁধে নিয়ে সৎকারের উদ্যেশ্যে চলেছে কিছু মুসলিম যুবক। এমনই বিরল ঘটনার সাক্ষী থাকলো বুন্দেলশহর। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় ওই শহরের বাসিন্দা রবিশঙ্করের।
বিশ্বজুড়ে করোনা আতংকে মৃতদেহ সৎকারে বিন্দুমাত্র এগিয়ে আসতে রাজি হননি তার প্রতিবেশী থেকে আত্মীয়স্বজন। করোনায় আক্রান্ত সন্দেহে মুখ ফিরিয়ে নেন সকলে। খবর ছড়িয়ে পড়তেই, রবিশংকরের বাড়ির অদূর থেকে ছুটে আসে কিছু মুসলিম যুবক। তারাই সহায় হয়ে ওঠে ওই অসহায় পরিবারটির কাছে। চটজলদি সৎকারের যাবতীয় ব্যবস্থা করে ফেলেন ওই যুবকেরা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল।