করোনা নিয়ে তৈরী হলো সিনেমা: মুক্তি পেলো ট্রেলার
কলকাতা টাইমসঃ
বিশ্বজুড়ে মারণ খাবার মাঝেই করোনা ভাইরাস নিয়ে তৈরী হলো সিনেমা। ছবির নাম ‘করোনা ফিয়ার ইস আ ভাইরাস’ পরিচালক মোস্তাফা কেশভরি। নিউ ইয়র্কেই তৈরী হয় এই চলচিত্র। এটাকেই করোনা সম্পর্কিত প্রথম সিনেমা বলে দাবি করা হচ্ছে। পরিচালক জানিয়েছেন, করোনার প্রাদুর্ভার শুরুর সময়টাতেই এই বিষয়টি নিয়ে সিনেমা তৈরী করার আইডিয়া মাথায় আসে তার।
ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ছবির ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে, সাত জন বিভিন্ন বয়সী মানুষ একটি লিফটে আটকে পড়েছে। হঠাৎই তারা জানতে পারে যে তাদের মধ্যে একজন করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা আতঙ্ক বা ভয়টাই এই ছবিতে ভাইরাস। লিফটে আটকে পড়া মানুষদের মধ্যে বিভিন্ন বর্ণের মানুষ ছিলেন। রোগ কখনো বর্ণ দেখেনা, এটাই ছবির মূল উপজীব্য বিষয়।