গাছ লাগান চুল বাঁচান
কলকাতা টাইমস :
মাথার চুল ঝরে পড়তে পড়তে অনেকেরই টাক পড়ার সমস্যা দেখা দেয়। অল্পবয়সীদের অনেকেরই চুল উঠে টাক পড়ার সমস্যা এখন খুবই সাধারণ ব্যাপার। ক্রমশ বাড়তে থাকা পরিবেশ দূষণই এর কারণ বলে গবেষণায় ফলাফলে উঠে এসেছে।
দক্ষিণ কোরিয়ার প্রসাধনি কম্পানির করা গবেষণায় দেখা গেছে, বাতাসে লুকিয়ে থাকা দূষণ-কণাই মাথার চুল নষ্ট করে দিচ্ছে। পরিবেশ দূষণের কারণেই চুল উঠে গিয়ে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। মাথার চুল বাতাসের দূষণ-কণার সংস্পর্শে এলে চুলের প্রোটিন নষ্ট হয়ে যায়। এই প্রোটিনের কারণেই চুল সুস্থ থাকে।
গবেষণায় দেখা গেছে, যারা যত বেশি বাইরে ঘোরাঘুরি করেন, তাদের মাথার চুল তত বেশি পড়ে যায়। তবে দূষণ কণার কারণে চুল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নারীদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। তাই বাইরে বের হলে মাথা ঢাকা দিয়ে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। সেই সঙ্গে গাছ লাগানোরও পরামর্শ দিচ্ছেন তারা।