উপসর্গ হীন করোনা আক্রান্তের তথ্য তালাশে নামলো চীন
কলকাতা টাইমসঃ
উপসর্গ হীন করোনা আক্রান্তের তথ্য তালাশে নামলো চীন। স্বাভাবিক সব উপসর্গ যেমন কাশি, সর্দি, গলা ব্যথা, জ্বর কিছুই নেই। তবুও করোনা টেস্টে তারা পজিটিভ হতে পারে। আসলে তারা ঘুড়ে বেড়াচ্ছেন ভাইরাসের কেরিয়ার হয়ে। এবার এই ধরণের উপসর্গহীন করোনা রোগীদের খোঁজেই তল্লাশি শুরু করলো চীন।
জানা গেছে, উপসর্গহীন করোনায় চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩০ জন। এই মানুষদের শরীরে করোনার কোনও উপসর্গ নেই। এটাই এতদিন গোপন করেছিল চীন। চীনের স্বাস্থ্য দপ্তর জানিয়েছিল, দেশে উপসর্গহীন করোনায় আক্রান্ত রয়েছেন মোট ১,৩৬৭ জন মানুষ। তাদের প্রত্যেককেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।