করোনাকে হারিয়ে নতুন যুদ্ধে সামিল মার্কিন তরুণী ডায়ানা বেরেন্ট
কলকাতা টাইমসঃ
করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে সদ্য সেরে উঠেছেন ডায়ানা বেরেন্ট নামে এক মার্কিন মহিলা। এবার এক নতুন যুদ্ধে সামিল হয়েছেন তিনি। করোনা নির্মূল করতে নিজের শরীরে থাকা অ্যান্টিবডি গবেষকদের হাতে তুলে দিতে এগিয়ে এসেছেন তিনি। গবেষকদের কাছে এটাই এখন পাখির চোখ। তারা মনে করছেন, এই অ্যান্টিবডিই করোনাকে নির্মূলের প্রধান উপায় হতে পারে।
মার্চের মাঝামাঝি নিউইয়র্কে নিজের এলাকার প্রথম করোনা আক্রান্ত রোগী ছিলেন তিনি। এরপর চিকিৎসকদের প্রচেষ্টায় ডায়ানা সুস্থ হয়ে ওঠেন। সেই ডায়ানাই নিউইয়র্কের প্রথম সেরে ওঠা রোগী, যিনি চিকিৎসার জন্য গবেষকদের অ্যান্টিবডি প্রদান করতে এগিয়ে এসেছেন। এর আগে ইবোলা ও সার্সের মতো ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সুস্থ হওয়া ব্যক্তিদের কাছ থেকে সংগৃহীত অ্যান্টিবডি সমৃদ্ধ প্লাজমা ব্যবহার সুফল দিয়েছিল বলে বিভিন্ন গবেষণায় উঠে আসে।