কাল আপনাকে কিছুটা রোমান্টিক হওয়ার সুযোগ দেবে প্রকৃতি
কলকাতা টাইমসঃ
বিশ্বজুড়ে করোনা আবহে কাল আপনাকে কিছুটা রোমান্টিক হওয়ার সুযোগ দেবে প্রকৃতি। নিজের অপরূপ সৌন্দর্য নিয়ে আগামীকাল আপনার একদম সামনে এসে দাঁড়াবে চাঁদ। চাইলে সব আতঙ্ক ভুলে একটু চেটে পুটে নিতেই পারেন সেই রুপোলি আলোর ছটা। কাল পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসতে চলেছে চাঁদ।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে, এই সুপারমুন ‘পিঙ্ক মুন’ নামেই পরিচিত। আগামীকাল অর্থাৎ বুধবার রাতে দেখা যাবে বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বলতম চাঁদ। নিজের কক্ষপথে উপবৃত্তাকারে প্রদক্ষিণ করার সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে প্রদক্ষিণ করবে।