বিজনেস ম্যাজিক: করোনাও থামাতে পারলো না এই ব্যবসায়ীর বিজয় রথ
কলকাতা টাইমসঃ
বলা যেতেই পারে বিজনেস ম্যাজিক। করোনার দাপটে বিশ্বজুড়ে মন্দা। প্রতিদিন মুখ থুবড়ে পড়ছে শেয়ার বাজার। এরই মধ্যে লাভের মুখ দেখছেন ভারতীয় এক শিল্পপতি। এহেনো পরিস্থিতিতেও বেড়ে চলেছে তার সম্পত্তির পরিমান!
বিশ্বজুড়ে করোনার প্রকোপ এবং তার জেরে চলা লকডাউনের কারণে ব্যবসায়িক ভাবে কিছুটা হলেও ধাক্কা খেয়েয়েছেন ভারতীয় বিজনেস টাইফুনরা। যার প্রভাব পড়েছে টাটা বিড়লা আম্বানিদের সম্পত্তিতেও। নিজেদের সম্পদ খুইয়েছেন মুকেশ আম্বানি থেকে গৌতম আদানি, উদয় কোটাকরা।
অথচ এই পরিস্থিতিতেও লাভের মুখ দেখেছেন অ্যাভিনিউ সুপারমার্টস লিমিটেডের প্রধান রাধাকৃষ্ণ দামানির। করোনা আবহে তার সম্পত্তির পরিমাণ প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে খবর। বর্তমানে তার সম্পত্তির পরিমান ১০.২ বিলিয়ন ডলার। প্রসঙ্গত, এই বছর অ্যাভিনিউ সুপারমার্টের মার্কেট শেয়ার দর ১৮ শতাংশ বেড়েছে।