মাস্ক না পরলেই গ্রেফতার !
কলকাতা টাইমসঃ
মাস্ক না পরলেই এবার গ্রেফতার। করোনার বিরুদ্ধে লড়তে বে-লাগাম মানুষদের শায়েস্তা করতে এমনই সিদ্ধান্তই নিল মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাদের নির্দেশ, জনসমক্ষে মাস্ক ব্যবহার করা এবার বাধ্যতামূলক ভাবে মেনে চলতে হবে মানুষকে।
মুম্বাই শহরের মিউনিসিপ্যাল কমিশনার প্রবীণ পরদেশির জানান.আর মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়া চলবে না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও মুম্বাইবাসীদের মাস্ক পরে রাস্তায় বের হওয়ার পরামর্শ দেন। প্রসঙ্গত, মুম্বাইসহ সংলগ্ন এলাকায় অন্তত ২ কোটি মানুষ থাকেন। ইতিমধ্যেই সেখানে ৭৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫০ জনের।