১ লক্ষ ২০ হাজার মানুষের দায়িত্ব নিচ্ছেন হৃতিক রোশন
কলকাতা টাইমসঃ
করোনা ভাইরাস ঠেকাতে দেশ জুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে দেশ জুড়ে নানান সমস্যায় রয়েছেন কোটি কোটি মানুষ। রোজ দু’বেলা দু’মুঠো অন্ন সংস্থান এখন বর্তমানে বহু মানুষের কাছে প্রথম প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে। সমস্যা মোকাবেলায় এগিয়ে এসেছেন বলিউডের রথী মহারথীরা। একই ভাবে এবার এগিয়ে এলেন অভিনেতা হৃতিক রোশন।
মুম্বাইয়ে এক সমাজ সেবী সংস্থা ‘অক্ষয় পাত্র’র সঙ্গে হাত মিলিয়ে দরিদ্র মানুষদের সেবায় এগিয়ে এলেন হৃতিক রোশন। এই সংস্থার তরফে বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য হওয়া বৃদ্ধ-বৃদ্ধা এবং দিন মজুরদের খাবারের ব্যবস্থা করা হয়। ওই এনজিওর উদ্দেশ্যে হৃতিকের টুইট, ‘ভারতের কোনো মানুষ যেন খিদে নিয়ে ঘুমোতে না যায়’। প্রসঙ্গত, হৃতিকের সাহায্যে তৈরি খাবার প্রতিদিন পৌঁছে যাবে ১ লক্ষ ২০ হাজার মানুষের কাছে।