চীনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলো ব্ল্যাকবেরি
কলকাতা টাইমসঃ
চীনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগআনলো কানাডিয়ান সফটওয়্যার কোম্পানি ব্ল্যাকবেরি। বিশ্বের প্রায় সমস্ত দেশের গোপন সরকারি তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো এই দেশের বিরুদ্ধে। সম্প্রতি ব্ল্যাকবেরির পক্ষ থেকে ৪০ পাতার একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, বিজ্ঞাপনের ছদ্মবেশে বিভিন্ন কম্পিউটারে ঢুকে পড়ে মজুত রাখা গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে চীন।
২০১২ সালের মার্চ থেকে সরকারি মদতে চীনা হ্যাকাররা এই গুপ্তচরবৃত্তি চালিয়ে আসছে বলে দাবি করেছে ব্ল্যাকবেরি। তবে সাধারণ উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলোতে আঘাত না হেনে, বিশ্বের তাবড় সরকারি ডেটাবেস সার্ভার এবং সুপারকম্পিউটারগুলোতে যে লিনাক্স অপারেটিং প্রযুক্তিতে কাজ হয়, বেছে বেছে সেগুলোতেই আঘাত হানা হচ্ছে। পাঁচটি অ্যাডভান্সড পারসিসটেন্ট থ্রেট সংগঠনের সঙ্গে চীনা সরকারের যোগসাজশ খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে ব্ল্যাকবেরি।